প্রকাশিত: / বার পড়া হয়েছে
দাগনভূঞা ২ নং রাজাপুর ইউনিয়, লতিফপুর গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে মামলা চলমান থাকা অবস্থায় জোরপূর্বক দখল, বাড়িতে এসে হামলা ও হুমকি দামকির অভিযোগ উঠেছে। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
গত কাল সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে সাংবাদিক সম্মেলন করে এমন অভিযোগ করেন, কামাল উদ্দিন ও বাবলু।
সংবাদ সম্মেলনে তারা উভয়ে দাবি করেন, তারা জায়গাটি ক্রয় করেন আজ থেকে দীর্ঘ দিন আগে, এবং আমাদের ভোগ দখলে আছে। হামলাকারীদের সাথে তাদের কোন ক্রয় বিক্রয় হয়নি। কিন্তু স্থানীয় মোশাররফ জায়গাটি তাদের দাবি করে আদালতে একটি মামলা করেন। মামলাটি এখনো কোর্টে চলমান। আমরা বলেছি যেহেতু তারা তাদের জায়গা দাবি করে আদলতে মামলা করেছে, সেই মানলার রায় তাদের পক্ষে আসলে আমরা জায়গা ছেড়ে দিব। কিন্তু সরকার পরিবর্তনের পরে মোশাররফ ও তার ছেলে সহ, বার বার আমাদের বাড়িতে এসে জোর করে জায়গা দখল করতে চায়। এবং বাড়ির মা বোনদের হুমকি দামকি ও গালাগাল দিতে থাকে। গত ৫ ডিসেম্বর শুক্রবার তারা দলবল নিয়ে বাড়িতে এসে আমাদের বাড়ি ভাংচুর ও গাছ পালা কেটে পেলে, বাধা দিলে আমাদের ২ জন কে মেরে আহত করে। এ জন্য আমরা থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করি। তার পর থেকে বিভিন্ন ভাবে হুমকি দামকি দিয়ে আসছে। আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি।
অভিযোগের বিষয়ে , মোশাররফ হোসেন ও তার ছেলে মুন্নার কাছ থেকে জানতে চাইলে, তারা বলেন, আদালতের রায় আমাদের পক্ষে এসেছে, তাই আমরা সেখানে গেলে তারা দল বল নিয়ে আমাদের উপর হামলা চালায়। আমরা কারো উপর হামলা করিনি এবং হুমকি ধামকিও দিই নি।
উক্ত বিষয়ে কোরাইশ মুন্সি পুলিশ ফাঁড়ির ইনচার্জ, আব দুল মোতালেব জানান, গত শুক্রবার উভয়ের মধ্যে চলমান মারা মারি আমরা তাৎক্ষণিক গিয়ে নিবৃত করি। এবং উভয় পক্ষ কে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহবান জানিয়ে পরিস্থিতি শান্ত করি। অভিযোগের তদন্ত চলছে।