প্রকাশিত: / বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনা করে শরীয়তপুরে গণ অধিকার পরিষদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বাদ আছর শরীয়তপুর জেলা মডেল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, মসজিদের পেশ ইমাম মুফতি ওয়ালীউল্লাহ ওবায়দী।
এতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী, শরীয়তপুর জেলার সভাপতি ডা. শাহজালাল সাজু, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাদবর কাউসার হোসেন, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি কাউয়ুম মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সহ দলীয় বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।