প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনী দাগনভূঞা উপজেলার ২ নং রাজাপুর ইউনিয়ন লতিফ পুর গ্রামে দিশারী পাঠাগারের আয়োজনে গ্রামের ৬ টি অন্ধকারাচ্ছন্ন স্থানে সোলার লাইট স্থাপন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ আগস্ট (শনিবার) বাদ আছর লতিফ পুর দিশারী পাঠাগারের নিদিষ্ট কর্যালয়ে সংঘঠনের সহ-সভাপতি তাজবীর উদ্দিন রিয়াদের সঞ্চালনায় পাঠাগারের উপদেষ্টা হারুনুর রশিদের সভাপতিত্বে শিক্ষা উপকরন বিতরন কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, পাঠাগারের সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান উজ্জল।
দিশারী পাঠাগারের সভাপতি নুর মোহাম্মদ তার আলোচনায় দিশারী পাঠাগারের কার্যক্রম তুলে ধরে বলেন, "পাঠাগারে এসে বই পড়ুন, জ্ঞানের আলোয় দেশ গড়ুন" এই শ্লোগান কে সামনে রেখে ২০২৪ সালে এই পাঠাগার টি যাত্রা শুরু করে। গত ২৪ এর ভয়াবহ বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরন, ক্যান্সার আক্রান্ত রোগী ও দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা, রমজান মাসে বিনামূল্যে সহীহ শুদ্ধভাবে কোরআন শিক্ষা, অসহায়দের মাঝে ইফতার সামগ্রী, মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ সহ অনেক গুলো সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালিত করে আসছে।
অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ দেশ এবং প্রবাসের সকল সামাজিক ও মানবিক মানুষদের এ ধরনের আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকার আহবান করেন যাতে ভবিষ্যতে আরো বড় পরিসরে হত দরিদ্র মানুষের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
এতে আরো উপস্থিত ছিলেন, সহ- সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক নাসুরুল্লাহ ফাহিম, দপ্তর সম্পাদক ইফতেখার আহমেদ ইফাদ, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক ফের
দৌস শাওন, সমাজ কল্যান সম্পাদক আশরাফ উদ্দিন, প্রবাসী বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন পারভেজ, সহ প্রবাসী বিষয়ক সম্পাদক মো: মুহিবুল্লাহ, ইমরান হোসেন শিপু, মো: মাসুদ রানা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আহসান হাবীব রিপন, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ওসমান গনি শাকিল প্রমুখ।
পরে বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের প্রায় ২০ জন ছাত্র ছাত্রীর মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়।