Thursday, 07 August, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

দাগনভূঞায় সহকারী শিক্ষক সমিতি ( ১২০৬৮) এর সহকারী উপজেলা প্রাথমিক অফিসারকে বরণ

সুমন পাটোয়ারী

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ফুল দিয়ে বরণ করছেন প্রাথমিক সহকারী শিক্ষক বৃন্দ।

ফেনী দাগনভূঞা উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (১২০৬৮) এর নেতৃবৃন্দ আজ ০৩/০৮/২০২৫ ইং তারিখে  উপজেলায় নবযোগদানকৃত সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব, আলী আজগর মহোদয়কে বরণ করে নেয়।

বরণ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন,বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (১২০৬৮) এর দাগনভূঞা উপজেলা শাখার সম্মানিত  সভাপতি জনাব, মাসুদুর রহমান,সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব, জিয়াউল হক,সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাজেদুল ইসলাম কমল। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাব,কামাল উদ্দিন ও জনাব, শাহাদাত হোসেন সহ অপরাপর নেতৃবৃন্দ। বরণ আনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব, সাইফুর রহমান মহোদয় ও নবযোগদানকৃত সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব, আলী আজগর মহোদয় সমবেত শিক্ষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা  প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মহোদয়গণ দাগনভূঞা উপজেলার প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে মনোভাব ব্যক্ত করেন।

 এছাড়াও উপস্থিত সবাই সংগঠনের আরেক সিনিয়র সহসভাপতি জনাব, ওয়ালী উল্যাহ সারের  দ্রুত আরোগ্যের জন্য নিজ নিজ ধর্ম অনুযায়ী  প্রার্থনা করেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত