Thursday, 07 August, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

নড়িয়ায় এক প্রবাসীর জমির সীমানা বেড়া ভেঙে গাছ কাটার অভিযোগ!

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়ায় জাহাঙ্গীর আলম নামে এক ইতালি প্রবাসীর জমির সীমানা বেড়া ভেঙে গাছ কাটার অভিযোগ উঠেছে। এঘটনায় তাঁর স্ত্রী রুমা আলম বাদী হয়ে নড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। রবিবার (৩ আগস্ট ২০২৫) আসলাম উদ্দিন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও অভিযোগকারী রুমা আলম বলেন, নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দেওজুরি গ্রামের জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছেন। জাহাঙ্গীর আলমের পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন যাবৎ একই গ্রামের মো. গিয়াস উদ্দিন হাওলাদার জোরপূর্বক দখলের পায়তারা করে আসছে। স্থানীয়ভাবে ও আদালতে রায় পরে গিয়াসউদ্দিন ও তার পরিবারের সদস্যরা কোনো ভাবে থামছে না। তারই ধারাবাহিকতায় 
গত ১ আগস্ট বিকালে জমির সীমানা বেড়া ভেঙ্গে ফেলে এবং সম্পত্তিতে থাকা বিভিন্ন ফলগাছ (কলাগাছ, নারিকেল গাছ, পেপে গাছ ইত্যাদি ও কাঠ গাছ) কেটে ফেলে। আমি বাধা দিলে তাহারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে এক পর্যায়ে আমাকে মারধর করতে আসে। আর সম্পত্তি আমাদের ভোগ দখল করিতে দিবে না বলে হুমকি দেয়। এঘটনায় আমি নড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি।


এ ব্যাপারে ভুক্তভোগী রুমা আলম বলেন, আমার স্বামী দীর্ঘদিন বিদেশে থাকে। আমি বাড়ি পরিবার নিয়ে থাকি। এই সুযোগে গিয়াস উদ্দিন ও তার পরিবারের সদস্যরা আমার স্বামীর পৈত্রিক সম্পত্তি দখলের পায়তারা করছে। শুক্রবার বিকালে সীমানা বেড়া ভেঙ্গে গাছ কেটে ফেলেছে। আমি বাঁধা দেয়া আমাকে মারতে আসছে। আমি এর সঠিক বিচার চাই। এছাড়াও  আমি নিরাপত্তাহীনতায় ভূগছি।

এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্যদের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

এব্যাপারে নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত