প্রকাশিত: / বার পড়া হয়েছে
শরীয়তপুরে হৃদয় হাওলাদার নামে এক আওয়ামী লীগ কর্মীকে স্বেচ্ছাসেবক দল নেতা পরিচিয়ে আদালত থেকে জামিন নেওয়ার অভিযোগ করেছেন মামলার বাদী জামায়ত নেতা আবুল বাশার। বুধবার (৩০ জুলাই) এ ঘটনা ঘটে। এঘটনায় মামলার বাদী অসন্তোষ প্রকাশ করেছেন।
মামলার বাদী আবুল বাশার বলেন, আমি
সম্প্রতি শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়ার বাসিন্দা ও জামায়াতে ইসলামীর রুকন আবুল বাশার বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করি। সেই মামলায় উচ্চ আদালত থেকে নিন্ম আদালতে হাজির হওয়ার নির্দেশে দেয়। পরে জামিন নামঞ্জুর হওয়ায় কারাগারে ছিলেন আওয়ামী লীগ কর্মী ও আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধ মঞ্চের শরীয়তপুর সদর উপজেলা শাখার সভাপতি ছিলেন হৃদয় হাওলাদার। তবে তাকে আদালতে শরীয়তপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হিসেবে পরিচয় করিয়ে দেন। স্বেচ্ছাসেবক দলের দলীয় প্যাডে একটি ৫ নম্বরে হান্নান খাঁন ও অপরটিতে একই স্থানে হানিফ হাওলাদারের নাম রয়েছে। আদালতে মিথ্যা তথ্য দিয়ে জামিন নেয় হৃদয় হাওলাদার। আমি রায়ে খুশি নই।
এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট রুহুল আমিন বলেন, মিথ্যা তথ্য দিয়ে আদালতকে ভুল বুঝিয়ে আওয়ামী লীগের দোসরদের স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয় দেয়া অনৈতিক। আমরা এর তীব্র নিন্দা জানাই।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট মনিরুজ্জামান দিপু বলেন, জামিন দেয়া না দেয়া আদালতের এখতিয়ার। এনিয়ে কথা না বলাটাই সমীচীন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আমার দায়িত্ব মামলার সঠিক অবস্থান তুলে ধরা।
হৃদয় হাওলাদারের স্বেচ্ছাসেবক দল নেতা পরিচয় দেয়ার বিষয়ে শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমা ন আমান বলেন, আমাদের জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটি রয়েছে। আমি জেলা কমিটির বিষয়ে বলতে পারবো। এই কমিটির বিষয় সদর উপজেলার আহবায়ক ও সদস্য সচিব বলতে পারবেন।