প্রকাশিত: / বার পড়া হয়েছে
ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্ণাঢ্য বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেট থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ইমরান চত্বরে গিয়ে শেষ হয়।
বিজয় মিছিলে নেতৃত্ব দেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আলী আযম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এম এ খালেক, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহে আলম, সাংগঠনিক সম্পাদক (২) বশির উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক এড. আরাফাত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জামাল আহমেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মামুন মিয়া, বর্তমান সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম, কলেজ ছাত্রদলের সাবেক নেতা ইয়াছিন মাহমুদ ও সদস্য সচিব খাইরুল বাশার রনি সহ বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
এ সময় এম এ হান্নান বলেন, “৫ আগস্ট গণঅভ্যুত্থানে নাসিরনগরের একজন শহীদ হয়েছিলেন। আমরা তাঁরসহ দেশের সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করি। তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক, কল্যাণমুখী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”
এদিকে উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে আরেকটি বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি এড. একেএম কামরুজ্জামান মামুন। প্রধান বক্তা ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চকদার ও সিরাজুল ইসলামসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।