Thursday, 07 August, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যর্থনা দিবসের বর্ষপূর্তি উপলক্ষে শার্শায় বিজয় র‍্যালি

তরিকুল ইসলাম, বেনাপোল:

প্রকাশিত: / বার পড়া হয়েছে


বিজয় মিছিলের ছবি

ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যর্থনা দিবসের বর্ষপূর্তি উপলক্ষে শার্শা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ তারিখে শার্শা উপজেলার নাভারন বাজারে এই র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে বিএনপির নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে মিছিল আকারে র‍্যালিতে অংশ নেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান জহির, যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজোহা সেলিম ও সদস্য সচিব মোঃ ইমদাদুল হক।

এছাড়াও র‍্যালিতে অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন আশা, কৃষক দলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক মোঃ চয়ন, সদস্য সচিব সবুজ এবং শ্রমিক দলের নেতা আব্দুল হান্নানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

র‍্যালিটি নাভারন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতারা বলেন, “এই ঐতিহাসিক দিনকে স্মরণ করে বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।”

Share

আরো খবর


সর্বাধিক পঠিত