প্রকাশিত: / বার পড়া হয়েছে
বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, “বাংলাদেশের জনগণের চাওয়া একটাই—স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন। অন্য সংস্কার জনগণের ভোটে নির্বাচিত সরকারই করবে।”
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানের শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “এই দেশে মুভ কালচার সৃষ্টি হয়েছে, নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে। অন্তবর্তীকালীন সরকারকে বলবো—অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন। আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিন। না হলে দ্রব্যমূল্য থেকে আইনশৃঙ্খলা—সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল হোসেন। তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলন নয়, এটি গত ১৫ বছরের গণতান্ত্রিক সংগ্রামের ফল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করেছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সুপ্রিম কোর্ট ল রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মুবারকউল্লাহ। শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ৯ পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।