Sunday, 14 December, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

শিক্ষকদের সকল দাবী চাওয়ার পুর্বেই সরকারকে উপলব্ধি করতে হবে : ডা ফখরুদ্দিন মানিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

২ নং রাজাপুর ইউনিয়নে , রাজাপুর স্কুল এন্ড কলেজ পরিদর্শন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় কালে ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মো ফখরুদ্দীন মানিক বলেন, "শিক্ষকরা জাতির শ্রেষ্ঠ নাগরিক, উন্নত জাতি গঠনে তারাই মুল ভুমিকা পালন করেন কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা এখনো শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করতে পারিনি। শিক্ষকদের দাবী আদায়ের জন্য রাজপথে নামতে হয়, নানা রকম হয়রানি এবং নির্যাতনের শিকার হতে হয় যা অপ্রত্যাশিত। আমরা শিক্ষকদের সকল যৌক্তিক দাবী রাজপথে আন্দোলন ছাড়াই তা বাস্তবায়ন করবো, ইনশাল্লাহ। 

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রাজাপুর স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল আওয়াল স্বপন,উপজেলা জামায়াতের সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী, ইউনিয়ন আমীর মাও আব্দুজ্জাহের,ইউনিয়ন সেক্রেটারী তারেক হাসান, জামায়াত নেতা আব্দুল আওয়াল নাঈম সহ নেতৃবৃন্দ।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত