Sunday, 14 December, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেন ফেনীর সৌরভ।

দাগনভূঞা সংবাদদাতা

প্রকাশিত: / বার পড়া হয়েছে


পুরুষ্কার বিতরেনর ছবি।

মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন কর্তৃক প্রদানকৃত বাংলাদেশ স্কাউটস এর  স্কাউট শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড "প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড"(পিএস) পেলেন  আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সাইন্স টেকনোলজির শিক্ষার্থী 'মোহাম্মদ মুজাহিদ ইসলাম সৌরভ'।

তিনি জানান শনিবার বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলে “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট পক্ষ থেকে অ্যাওয়ার্ড ও সনদ হস্তান্তর করেন প্রফেসর মো: শামছুল ইসলাম, চেয়ারম্যান,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা

তিনি ফেনী জেলার দাগনভুঞা উপজেলার ৫নং ইয়াকুবপুর ইউনিয়ন এর  চন্ডিপুর গ্রামের বাসিন্দা 'মোহাম্মদ রফিক উল্যাহ ছেলে, মাতা 'নাজমুন নাহার।

আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলে অধ্যয়নকালে দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক এবং সাঁতার মূল্যায়ন, পরিশ্রম, মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তি ব্যবহার দক্ষতাকে কাজে লাগিয়ে নির্বাচিত হয়ে এই কৃতিত্ব অর্জন করেন এ মেধাবী শিক্ষার্থী।

মোহাম্মদ মুজাহিদ ইসলাম সৌরভ আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল স্কাউট গ্রুপের নেতৃত্বে ছিলেন দীর্ঘদিন। সর্বশেষ সিনিয়র পেট্রোল লিডারের দায়িত্বে পালন করেন। বর্তমানে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের ভারপ্রাপ্ত সিনিয়র রোভার মেট এর দায়িত্ব পালন করছেন। 

অ্যাওয়ার ্ড পরবর্তী অনুভূতি সম্পর্কে জানতে চাইলে সৌরভ বলেন, “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড" অর্জন করা প্রত্যেক স্কাউট এর জীবনে স্বপ্ন থাকে। এটি আমার জীবনে সবচেয়ে বড় অর্জন। স্কাউট জীবনের শুরু থেকেই আমি সবসময় এই সম্মাননা অর্জনের স্বপ্ন দেখতাম। আমার সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।সৌরভ থেকে পিএস সৌরভ হওয়ার যাত্রায় আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছেন আমার মা এবং পরিবারের সদস্যরা। এছাড়া, বিদ্যালয়ের ইউনিট লিডার জনাব বেলায়েত হোসেন স্যার এবং দাগনভূঞা উপজেলা স্কাউটসের সাথে সম্পৃক্ত সকল লিডারদের সহ ফেনী জেলা স্কাউটসের সাবেক ও বর্তমান সকল স্কাউট সদস্যদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।

প্রসঙ্গত, এ অ্যাওয়ার্ডটি  মোহাম্মদ মুজাহিদ ইসলাম সৌরভ  উৎসর্গ করেছেন তার সবচেয়ে প্রিয় মানুষ মা ও বাবা কে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত