প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনী জেলার পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ফেনী জেলা পুলিশ কর্তৃক গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযানের ডাকাতি, ছিনতাই, গরু চোরসহ বিভিন্ন মামলার মোট ১৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
ফেনী মডেল থানা পুলিশ কর্তৃক চিহ্নিত ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য ০৪ মামলার আসামী শাহাদাত হোসনে রিমন (৩৫) এবং মাদক সিন্ডিকেট এর সদস্য সহ ০৭ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
দাগনভূঞা থানা পুলিশের বিশেষ অভিযানে ০১ জন ছিনতাইকারী ও ০৩ জন আন্তজেলা চোরচক্রের সক্রিয় সদস্যসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে।
সোনাগাজী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সোনাগাজী মডেল থানার ডাকাতি মামলায় আসামী নূর উদ্দিন শামীম (২৪) কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২টি ডাকাতি ১টি চুরি মামলা বিচারাধীন রয়েছে ।
এছাড়া ছাগলনাইয়া থানা পুলিশ মাদক সহ বিভিন্ন মামলার পরোয়ানা ভুক্ত ৩ জন আসামী গ্রেফতার করেছে।
ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, আমরা গত ২৪ ঘন্টায় পরোয়ানা ভুক্ত, ডাকাতি, ছুরি ও চিনতাই সহ বিভিন্ন মামলার ২৪ জন আসামীকে আটক করতে সক্ষম হই। অপরাধ দমনে আমাদের এই অভিযান চলমান থাকবে। সকল অপরাধী কে আইনের আওতায় আনতে আমাদের সকল উপজেলার থানা গুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। তাদের নিরলস প্রচেষ্টায় ফেনী জেলাকে অপরাধ মুক্ত রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।
তিনি অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে ফেনীর মানুষের সহযোগিতা কামনা করেন।