Thursday, 07 August, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ফেনীতে জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

ফেনী সিমান্তে ২জন বাংলাদেশী-কে হত্যা জাতীয় নাগরিক পার্টি মানবাধিকার সেলের ঘটনা স্থল এবং নিহত পরিবারের সাথে সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলন করেন। 

আজ ১ আগস্ট (শুক্রবার) বিকাল ৪ টায় ফেনী প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন ফেনী জেলা এনসিপির নেতৃবৃন্দ। 

লিখিত বক্তব্যে তারা বলেন, আজ আমরা এখানে দাঁড়িয়েছি একটি ভয়াবহ ও লজ্জাজনক ঘটনার প্রতিবাদে। ফেনী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ—গুলিতে দুইজন নিরীহ বাংলাদেশি নাগরিকের জীবন কেড়ে নেওয়া হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা সীমান্ত হত্যার সেই দীর্ঘ ধারাবাহিকতার অংশ, যা বছরের পর বছর ধরে চলছে।

আমরা মনে করিয়ে দিতে চাই—সীমান্ত মানে শুধু কাঁটাতারের বেড়া নয়, সীমান্ত মানে দুই দেশের মানবিক আস্থা ও সম্মানের সীমানা। সেই সীমানা বারবার ভেঙে পড়ছে, আর আমাদের মানুষের জীবন যেন অবমূল্যায়িত হয়ে পড়ছে।

আমরা প্রশ্ন করছি—বাংলাদেশি নাগরিকের রক্তের কি কোনো মূল্য নেই? আমরা কি শুধু প্রতিবাদ জানিয়ে চুপ হয়ে থাকব? সীমান্ত হত্যার বিরুদ্ধে আমাদের অবস্থান হতে হবে দৃঢ়, কৌশলী, এবং কার্যকর।

নাগরিক পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে—
১. সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে অবিলম্বে কূটনৈতিক ও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে।
২. নিহতের পরিবারকে পূর্ণ রাষ্ট্রীয় সহায়তা ও ন্যায়বিচার দিতে হবে।
৩. ভারত-বাংলাদেশ সীমান্তে যৌথ মানবাধিকার মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে।

আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা চাই মানবিক ন্যায়। কিন্তু এর মানে এই নয় য ে আমাদের নাগরিকের জীবন রক্ষা নিয়ে আমরা নীরব থাকব।

এই লড়াই কেবল সীমান্তের মানুষের নয়—এটা বাংলাদেশের মর্যাদা রক্ষার লড়াই। নাগরিক পার্টি সবসময় এই লড়াইয়ের পাশে থাকবে, মানুষের পাশে থাকবে

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ও মানবাধিকার সেলের সদস্য নফিউল ইসলাম 

ফেনী জেলা সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, আব্দুল্লাহ আল জোবায়ের,  আব্দুল কাদের মিনার,জাহাঙ্গীর আলম, বদরুদ্দোজা নোভল, সানা উল্লাহ রাসেদ,তাহমিদুল ইসলাম  ,ছাত্র প্রতিনিধি আব্দুল আজিজ, সোহরাব হোসেন শাকিল, সালেহ উদ্দিন শাওন, আরমান হোসোন রাফি প্রমুখ

Share

আরো খবর


সর্বাধিক পঠিত