Thursday, 07 August, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

নাসিরনগরে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ইয়াছিন চৌধুরী, নাসির নগর:

প্রকাশিত: / বার পড়া হয়েছে


গ্রেপ্তারকৃত জিতু মিয়ার ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও গুণিয়াউক ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. জিতু মিয়াকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৩ আগস্ট) রাতে উপজেলার গুণিয়াউক গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জিতু মিয়ার বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে বিস্ফোরক আইনে ১১৮ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলার ২৮ নম্বর আসামি ছিলেন জিতু মিয়া।

এদিকে তাঁর গ্রেপ্তারের খবরে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ কোনো মন্তব্য করতে রাজি হননি।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত