প্রকাশিত: / বার পড়া হয়েছে
দাগনভূঞা (ফেনী) পৌর শহরের বিভিন্ন সড়কের সংস্কার কাজের জন্য টেন্ডার প্রাপ্ত ব্যাক্তিকে টেন্ডার প্রত্যাহারের হুমকি দিয়ে আসছেন একটি চাঁদা বাজ চক্র। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার আবদুল কাদের অজ্ঞাত কিছু ব্যাক্তিকে অভিযুক্ত করে দাগনভূঞা থানায় গত ২৯ শে জুলাই একটি সাধারন ডায়েরী করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, দাগনভূঞা পৌরসভার ই-টেন্ডার নং-১০/২০২৭- ২০২৫ দুই কাজের টেন্ডার ড্রপ করার পর থেকে দাগনভূঞার অজ্ঞাত কিছু চাঁদাবাজ ও সন্ত্রাসী টেন্ডার প্রত্যাহার করতে বিভিন্নভাবে হুমকী দিতে থাকে। টেন্ডার প্রত্যাহার না করলে মেরে ফেলারও হুমকি দেয় চাঁদা বাজ চক্র।
রামনগর ইউনিয়নের বাসিন্দা, বিএনপি নেতা ঠিকাদার আবদুল কাদের অভিযোগে করে বলেন, আমাকে অফিসে না পেয়ে আমার কর্মচারীদের মাধ্যমে অকথ্য ভাষায় গালাগালি ও মেরে ফেলার হুমকী দেয়। একইদিন বেলা ১টার দিকে ফেনী রোডে ঠিকাদারী প্রতিষ্ঠানে গিয়ে খুঁজে না পেয়ে গালাগালি করে ও হুমকি দিয়ে যায়। ওই সময় তারা কামরুল উদ্দিন ও আবদুল কাদের বাবুকেও গালমন্দ করে। তাদের সবার মুখে মাক্স পরিহিত থাকায় কাউকে চিনতে পারেননি বলে তিনি জিডিতে উল্লেখ করেন।
আবদুল কাদের আরো জানান, গত ২৩ জুলাই দাগনভূঞা পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী ককর্মকর্তা স.ম আজহারুল ইসলাম দাগনভূঞা বাজারের জন্য পুরাতন থানা রোড ও হাজী ক্লিনিক থেকে সওদাগর বাড়ী সড়ক সংস্কার কাজ উদ্ভোবন করেন।
টেন্ডার নিয়ম অনুযায়ী কাজ শুরু করার সময় অফিস ফরমেট অনুযায়ী রাস্তার পাশে সাইনবোর্ড লাগালে রাতে অজ্ঞাত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা সাইনবোর্ড তুলে ও স্টীকার ছিঁড়ে ফেলে দেয়।
পরে তার লোকজন আবারও ঢালাই করে সাইনবোর্ড প্রতিস্থাপন করলে গত ২৭ জুলাই রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা টেন্ডার প্রত্যাহার ও
চাঁদার দাবীতে সাইনবোর্ড তুলে নিয়ে যায়। তিনি পৌর উন্নয়ন কাজ বন্ধ হওয়ার উপক্রম ও জীবনহানির আশংকার কথা সাধারন ডায়ারীতে উল্লেখ করেন।
দাগনভূঞা থানা সূত্র সাধারন ডায়েরীর সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত বিষয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইনবোর্ড ফেলে দেয়ার আলামত পরিদর্শন করেছেন।
অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নিবেন বলে জানান দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ ফারভেজ।