Thursday, 07 August, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ফেনী পরশুরাম সীমান্তে বিএসএফ এর গুলিতে : নিহত ২ আহত ১ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


নিহত ও আহতের ছবি।

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিল্লাত হোসেন (২৫) এবং লিটন (৩২) নামে দুই বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিতে আহত হয়েছেন মো: আফছার (৩২) নামে আরো একজন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১২ টার দিকে পরশুরাম উপজেলার বাঁশপদুয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত মিল্লাত বাঁশপদুয়া গ্রামের মো: ইউসুফের ছেলে এবং আহত আফসার একই গ্রামের এয়ার আহম্মেদের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে মিল্লাত ও আফছার সীমান্ত বাঁশপুদয়া সীমান্ত এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। আহত অবস্থায় তাদের প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে সেখানে মিল্লাত হোসেনের মৃত্যু হয়।

অন্যদিকে আহত আফসারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এছাড়াও গুলিবিদ্ধ মোঃ লিটন (৩২) কে ভারতের সীমান্ত থেকে মৃত অবস্থায় তুলে নিয়ে যায় বিএসএফ।  তার পিতার নাম, গাছি মিয়া, গ্রাম- বাশপদুয়া, থানা- পরশুরাম, জেলা- ফেনী। তার লাশ বিলোনিয়া হাসপালের মর্গে আছে বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীমান্ত এলাকা শান্ত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। এবং লিটনের লাশ ফেরত আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত