প্রকাশিত: / বার পড়া হয়েছে
রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর। এ খবর প্রকাশ্যে আসার পরে দর্শকের একাংশ কটাক্ষ করেছিল, “গোমাংস খাদক এ বার রামের চরিত্রে অভিনয় করবে!”
গোমাংস খেয়ে রাম সাজছেন রণবীর কপূর! অভিনেতাকে রাম হিসেবে মেনে নিতেই রাজি নন দর্শকের একাংশ। একের পর এক কটাক্ষ ধেয়ে আসছে তাঁর দিকে। এই পরিস্থিতিতে অভিনেতার পাশে দাঁড়ালেন গায়িকা চিন্ময়ী শ্রীপদা।
রণবীর রামের ভূমিকায় অভিনয় করছেন, এই খবর প্রকাশ্যে আসার পরে দর্শকের একাংশ কটাক্ষ করেছিল, “গোমাংস খাদক এ বার রামের চরিত্রে অভিনয় করবে!” ১৫ বছর আগের এক সাক্ষাৎকারে রণবীর গোমাংস খাওয়ার কথা বলেছিলেন। তার পর থেকেই কটাক্ষের মুখে অভিনেতা। এ সমাজমাধ্যমের একটি পোস্টে রণবীর ও সাই পল্লবীর একটি ছবি ভাগ করে নিয়ে লেখা হয়, “গোমাংস খাদক ভগবান রামের চরিত্রে অভিনয় করছে। বলিউডের যে কী হয়েছে?”
এই পোস্ট নিজের এক্স হ্যান্ডলে ভাগ করে নিয়ে চিন্ময়ী লিখেছেন, “ঈশ্বরের নাম করে কোনও বাবাজি ধর্ষক হতে পারে। তার পরে ভোট পাওয়ার জন্য প্যারোল পায় এই ভক্তের ভারতে। কিন্ত কে কী খাচ্ছে, এখন সেটাই ব়়ড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।”
২০১১ সালের এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, “আমার পরিবার পেশোয়ারের। পেশোয়ারি খাবার তো সেখান থেকেই এসেছে। পাঁঠার মাংস, পায়া এবং গোমাংসের ভক্ত আমি। হ্যাঁ, আমি গোমাংস খেতে ভালবাসি।” এই মন্তব্যের জন্য তির্যক মন্তব্য তাঁকে ধাওয়া করে বেড়াচ্ছে আজও। এমনকি কিছু দিন আগে এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, রামের চরিত্রে অভিনয়ের আগে তিনি নিরামিষ খাবার খাচ্ছিলেন। কিন্তু তাতেও সমালোচনা থামেনি ।