Sunday, 14 December, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

উপজেলা যুবদল আহবায়কের বিরুদ্ধে কমিটি বানিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


জাতীয়তাবাদী যুবদলের লোগো

দাগনভূঞা (ফেনী) উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলুর বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ উঠেছে।

গত ৬ সেপ্টেম্বর জেলা যুবদলের সভাপতি ও সম্পাদক বরাবরে লিখিত অভিযোগ করেন খোন্দকার মো. বেলাল হোসেন নামে এক যুবদল কর্মী।

সে অভিযোগে উল্লেখ করেন, রাজনৈতিক সুবাদে দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলুর সাথে সু-সম্পর্ক গড়ে  উঠে, কবির আহম্মদ ডিপলু তার ব্যক্তিগত অসুবিদা দেখিয়ে আমার থেকে ১ লক্ষ টাকা হাওলাত নেয়। কিছুদিন পর আমি সেই টাকা চইতে গেলে আমাকে ১নং সিন্দুরপুর ইউনিয়নের যুবদলের আহ্বায়ক পদ দিবে বলে, আশ্বাস দেয়। এর কিছুদিন পর কমিটি দিবে বলে আমার থেকে আরো ২ লক্ষ ৫০ হাজার টাকা দাবী করে। পরে আমি আরো ১ লক্ষ ৫০ হাজার টাকা নগদ দিয়েছি। ২০২৪ সালের ৩রা আগস্ট  তারিখে  আমাকে আহ্বায়ক করে কমিটি হয়ে গেছে বলে সে আমার কাছে আবার টাকা দাবী করলে আমি তাকে দাগনভূঞা বাজারে গিয়ে তার হাতে ১ লক্ষ টাকা দিয়ে আসি। সে আমাকে সিন্দুরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক করবে বলে আমার কাছ থেকে  সর্বমোট ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নিয়েছে।

আমি নিরুপায় হয়ে ডিপলুর কাছ থেকে আমার টাকা গুলো ফেরৎ পেতে ও আমার সাথে প্রতারণার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য জেলা যুবদলের সভাপতি /সম্পাদক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করি।

অভিযোগের বিষয়ে দাগনভূঞা উপজেলার আহ্বায়ক কবির আহম্মদ ডিপলুর কাছে জানতে চাইলে, তিনি আর্থিক লেনদেনের বিষয়টি অস্বীকার করে বলেন, আমি কেন তার কাছ থেকে টাকা চাইব? পদ পদবী দেয়ার আমি তো কেউ না। জেলা যুবদল বিগত সময়ের ত্যাগ তিতিক্ষা বিবেচনা করে কমিটি দিবেন। সে তো যুবদল বা বিএনপির কেউ না। সে কেন পদে আসবে?

মূলত সে একটা পক্ষের সাথে ষড়যন্ত্র করে আমার চরিত্র হনন ও কমিটি বানচাল করার অপচেষ্টা করছে।

ডিপলুর বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে অভিযোগকারী বেলাল হোসেনের এলাকা ১ নং সিন্ধুর পুরের দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মনসুর আহাম্মদ জানান এ ধরনের লেন দেনের কথা আমরা কোনদিন শুনিনি, এটা কবির আহাম্মদ ডিপলুর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট কল্পকাহিনী। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খোন্দকার বলেন, যদি কেউ পদ দিবে এবং নিবে বলে অর্থের লেনদেন করেন তাহলে দুই জনই সমান অপরাধী, আমরা অভিযোগ তদন্ত করে যদি সত্যতা পাই তাহলে উভয়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহন করবো।

তিনি আরো বলেন, কমিটি ঘোষণা কে কেন্দ্র করে একটি পক্ষ ষড়যন্ত্র করে কমিটি বানচালের চেষ্টা করছে। ফেনী জেলা যুবদল সংঘঠনের নিয়ম অনুযায়ী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে যথা সময়ে যোগ্য ও ত্যাগী নেতা কর্মিদের মূল্যায়ন করে কমিটি ঘোষণা করবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত