Sunday, 14 December, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

ফেনীর ফুলগাজীতে বিদ্যুতের দাবিতে এলাকাবাসীর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করছেন ফুলগাজী থানার ওসি।

ফেনীর ফুলগাজীতে দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফুলগাজী বাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে শত শত মানুষ জড়ো হয়ে ফেনী-বিলোনিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় তারা বিদ্যুতের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফুলগাজী থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে জনতাকে শান্ত করার চেষ্টা চালায়। একই সময়ে সেনাবাহিনীর একটি টিম বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয়। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু করার ঘোষণা দেন। তার আশ্বাসের পর বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।

ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হাবিবুর রহমান কালবেলা কে বলেন, আন্দোলনের কারণে অফিসে কোনো কর্মকর্তা না থাকায় সংযোগ প্রদান ব্যাহত হচ্ছে। তবে স্থানীয় টেকনিশিয়ানদের মাধ্যমে বিচ্ছিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে পরিস্থিতি শান্ত করতে স্থানীয় রাজনৈতিক নেতাদেরও ভূমিকা ছিল প্রশংসনীয়। উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহিন ঘটনাস্থলে উপস্থিত থেকে জনতাকে শান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এ বিষয়ে জানতে চাইলে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান কালবেলা কে জানান, উপজেলার দুটি সাব-স্টেশন ও প্রধান কার্যালয়ে আন্দোলনের শুরু থেকেই পুলিশের একটি টিম সার্বক্ষণিক পাহারায় রয়েছে। পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে থাকার কারণে গণছুটিতে  রয়েছেন যে কারণে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সমস্যা রয়েছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে। 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত