প্রকাশিত: / বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই (বুধবার) উপজেলা প্রশাসন মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মুখবুল হোসেন, অধ্যক্ষ মোঃ রমজান আলী, কৃষি কর্মকর্তা এমরান হোসাইন, মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আমিনুল ইসলাম, এনসিপির আহবায়ক মোঃ হাফিজ মিয়া, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আছমত আলী প্রমুখ।
বক্তারা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিটি ইউনিয়নে মাদক ও অপরাধ দমনে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে।”