Thursday, 07 August, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

নাসিরনগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের আহ্বান

ইয়াছিন চৌধুরী, নাসির নগর:

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুলাই (বুধবার) উপজেলা প্রশাসন মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মুখবুল হোসেন, অধ্যক্ষ মোঃ রমজান আলী, কৃষি কর্মকর্তা এমরান হোসাইন, মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আমিনুল ইসলাম, এনসিপির আহবায়ক মোঃ হাফিজ মিয়া, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আছমত আলী প্রমুখ।

বক্তারা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিটি ইউনিয়নে মাদক ও অপরাধ দমনে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে।”

Share

আরো খবর


সর্বাধিক পঠিত