Thursday, 07 August, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের (WHRO)চট্টগ্রাম মহানগর কমিটি অভিষেক, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- প্রতিনিধি

গতকাল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির হল রুমে অনুষ্ঠিত হলো, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের অভিষেক, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সা. সম্পাদক তসলিম হাসান হৃদয়ের সঞ্চালনায়, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চট্টগ্রাম মহানগর কমিটি উপদেষ্টা অধ্যক্ষ ডক্টর মো: সানাউল্লাহ সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সম্মতি ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম, উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এডভোকেট মফিজুল হক ভুইয়া পিপিএম, পাবলিক প্রসিকিউটর, মেট্রোপলিটন সেশন জর্জ কোর্ট চট্টগ্রাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান জবাব, মহিউদ্দিন আমিন।

এছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: আলমগীর হোসেন, সমাজ সেবা অফিসার, শহর সমাজ সেবা কার্যালয় -২, জনাব মোহাম্মদ শওকত হোসেন পিপিএম, প্রতিষ্ঠাতা পরিচালক, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন, মো: তারিফুউল ইসলাম কার্জন, সিনিয়র সহ-সভাপতি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন, জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন, আবু তাহের চৌধুরী, উপদেষ্টা, চট্টগ্রাম, নেছার আহমেদ খান, উপদেষ্টা চট্টগ্রাম, তাহেরা শারমিন, উপদেষ্টা চট্টগ্রাম, জনাব আব্দুল নূর, উপদেষ্টা চট্টগ্রাম, মো: সাজ্জাদ, মিডিয়া ব্যাক্তিত্ব সহ আরো অনেক গুনিজন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চট্টগ্রাম মহানগর কমিটি সদস্যরা। উদ্ভোদক জনাব এডভোকেট মফিজুল হক ভুইয়া পিপিএম।

পাবলিক প্রসিকিউটর জর্জ কোর্ট বলেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন নতুন কমিটি জন্য শুভকামনা রইলো, আশা করি, চারিদিকে যে মানবাধিকার লংঘন হচ্ছে, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন সেসব অবহেলিত মানুষের পাশে দাঁড়াবে।

প্রধান আলোচক, চেয়ারম্যান মহিউদ্দিন আমিন বলেন, আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় কমিটি ছড়িয়ে দিয়েছি যাতে করে, মানুষের অধিকার আদায়ের কথা বলতে পারে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে, দেশের জন্য কাজ করে যেতে পারে।সভাপতি তার বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রতেকটা সদস্যদের মানবিক হতে হবে। আমরা মানবাধিকার লংঘন হচ্ছে এমন কোনো কাজ করবো না আর কেও যেনো না করে সেইদিকে সজাগ দৃষ্টি রাখবো।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত