প্রকাশিত: / বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সিএনজি অটোরিকশা চালকদের তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে। এতে যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা সদর কলেজ মোড় এলাকায় দেখা যায়, যাত্রীবাহী সিএনজি অটোরিকশার অভাবে মানুষজন ভোগান্তিতে পড়েছেন।
চালকদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে যাত্রী পরিবহনে নানান প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। তাদের দাবির মধ্যে রয়েছে—আটক করা যানবাহনগুলো বিনা শর্তে মুক্তি দেওয়া, পারমিট অনুযায়ী জেলার সর্বত্র চলাচলের সুযোগ নিশ্চিত করা,ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ করা
তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
অন্যদিকে যাত্রীরা অভিযোগ করে বলেন, হঠাৎ শুরু হওয়া এই ধর্মঘটে তারা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে অফিসগামী কর্মজীবী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সকাল থেকেই বিকল্প যানবাহনের জন্য ছুটোছুটি করছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, যাত্রীসাধারণের দুর্ভোগ কমাতে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।