প্রকাশিত: / বার পড়া হয়েছে
দাগনভূঞা উপজেলার ৭ নং মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামে অপরিকল্পিত ব্যাক্তিগত বাঁধ নির্মানের ফলে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবার, মসজিদ ও রাস্তাঘাট। এতে ব্যাহত হচ্ছে স্কুল মাদ্রাসা ও কলেজের শিক্ষা কার্যক্রম।
স্থানীয় এলাকাবাসী, মসজিদ কমিটি সূত্র ও সরেজমিন ঘুরে দেখা যায়, স্থানীয় বাহার ও তার ছেলে রাজু মিলে সাবেক ৭ নং মাতুভূঞা ইউনিয়ন চেয়ারম্যান মামুনের জায়গায় একটি বাঁধ নির্মান করে যার কারনেই মূলত জলাবদ্ধতার সৃষ্টি। এতে উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজ সড়ক, জামে মসজিদ ও ৫০ পরিবারের বাড়ি থেকে পানি নামতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
মসজিদের টয়লেট, ওজু খানা বিগত ১ মাস হতেই পানিতে নিমজ্জিত, এতে মুসল্লীর পাশাপাশি ইমাম মুয়াজ্জিন কে পোহাতে হচ্ছে অমানবিক দুর্ভোগ।
সমস্যা সমাধানে মাসজিদ কমিটি ও এলাকাবাসী কয়েক বার বাঁধ নির্মানকারী বাহার ও তার ছেলে রাজু কে বললেও তারা বিষয়টি এড়িয়ে যায়। এবং বলে বাঁধের কারনে পানি নামতে কোন সমস্যা হচ্ছে না।
এই বিষয়ে বাহারের ছেলে রাজুর কাছে জানতে চাইলে তিনি বলেন, বন্যার পানি এমনিতেই কোন দিকে নামছে না। এই বাঁধ না হলে আমার ঘর ডুবে যাবে, তাছাড়া বাঁধ যদি বন্যার পানি নামতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতো তাহলে আমরা বাঁধ টি কেটে দিতাম।
দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার স. ম আজহারুল ইসলাম কে বিষয় টি জানানো হলে তিনি এই বিষয়ে পদক্ষেপ নিবেন বলে আস্বস্ত করেন।