প্রকাশিত: / বার পড়া হয়েছে
শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভার সচিব আব্দুল আলীম মোল্লার অপসারণের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুর ১ টার দিকে গোসাইরহাট পৌরসভার ঠিকাদার, বাজার ব্যবসায়ী ও গোসাইরহাট পৌরসভার সাধারণ জনগণের ব্যানারে উক্ত মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গোসাইরহাট উপজেলা সদরের গরুর হাটের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোসাইরহাট বাজার বাসষ্ট্যান্ড বাদামতলা এসে মানববন্ধনে মিলিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে গোসাইরহাট পৌরসভার জনগণ ও ঠিকাদারদের মধ্যে উপস্থিত ছিলেন, বাদল বেপারী, পাপেল সরদার, মেনন ঢালী, রুবেল সরদার, লিখন চৌকিদার, ফয়সাল সরদার, ফারুক কানন, কমল সরদার, আনিস ঢালী, মনির ঢালী, দুলাল সরদার, শফিক কবিরাজ, জব্বার মোল্লা, মহিউদ্দিন মোল্লা, রাজন মাতবর, আনোয়োর ঘরামী, কামাল বেপারী, রিয়াদ ঘরামী, রোমান মোল্লা, সোহেল ঘরামী সহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন, গোসাইরহাট পৌরসভার সচিব আব্দুল আলিম মোল্লা আওয়ামীলীগের দোসর, দুর্নীতিবাজ, সন্ত্রাসী এবং সাবেক অবৈধ রাষ্ট্রপতি আব্দুল হামিদের আস্থাভাজন ও গোপালগঞ্জের বাসিন্দা।
তিনি একজন দুর্নীতিবাজ তাকে গোসাইরহাট পৌর সভার সচিব পদ থেকে অপসারণ করা হোক। এছাড়াও তাকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।