Thursday, 07 August, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতিকে ভারতে গমনের সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক

তরিকুল ইসলাম বেনাপোল (যশোর)::

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - প্রতিনিধি

যশোরের আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল ইমিগ্রেশনে একাধিক মামলার আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতিকে মোঃ আব্দুর সামাদ আজাদ (৩১) ভারতে গমনের সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

২৩ শে জুলাই বুধবার ২০২৫ সকাল  ৯ টা ৪৫ মিনিটে বেনাপোল ইমিগ্রেশনে  পাসপোর্ট ধারী যাত্রী মোঃ আব্দুর সামাদ আজাদ (৩১) যার পাসপোর্ট নাম্বার (A13959192) পিতাঃ মোঃ আকিব আলী গ্রামঃ মোস্তফাপুর ওয়ার্ড নং -০৪, পোস্টঃ মৌলভীবাজার থানা+জেলাঃ মৌলভীবাজার মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কে (পাসপোর্ট স্টাপলিস্ট থাকার কারণে)  মেডিকেল ভিসায় ভারতে গমনের সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক করা হয়।

উক্ত ব্যক্তির নামে একাধিক মামলা রয়েছে। মৌলভীবাজার সদর থানা ১। মামলা নম্বর-০২ তারিখ ১৫/৮/২০২৪ বিশেষ ক্ষমতা আইন ১৫(৩)/২৫ D তৎসহ ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনার কেড ২। একই থানার মামলা নম্বর-২৭ তারিখ ৩০/৮/২০২৪ ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড ৩। একই থানার মামলা নম্বর-২৮ তারিখ ৩০/৮/২০২৪ ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪৩৬/৩৮০/৫০৬/১১৪/৪২৭ পেনাল কোড ৪। একই থানার মামলা নম্বর-২৬ তারিখ ২৯/৮/২০২৪ ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড ৫। একই থানার মামলা নম্বর-১৪ তারিখ ২৪/৮/২০২৪ ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড ৬। কই থানার মামলা নম্বর-০৯ তারিখ ২০/৮/২০২৪ ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড ৭। একই থানার মামলা নম্বর-০৮/০৮ তারিখ ১৩/১/২০২০ ধারা-১৪০/৪৪৭/৪৪৮/২৩২/৩২৪/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড। বর্তমানে উক্ত আসামিকে ইমিগ্রেশন পুলিশ কর্তৃক বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপ োল পর থানা কর্তৃক পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত