Thursday, 07 August, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

বেনাপোলে শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত ও গুম হওয়া রেজোয়ান এর পরিবারের খোঁজখবর নিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি

তরিকুল ইসলাম, বেনাপোল:

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- প্রতিনিধি

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত ও গুম হওয়া বেনাপোল থানা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক রেজোয়ানের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) দুপুর সাড়ে ১২টায় যশোরে শহীদ আব্দুল্লাহর গ্রামের বাড়িতে যান তিনি। সেখানে তিনি শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন। এ সময় শহীদের পিতা আব্দুল জব্বার আবেগঘন কণ্ঠে বলেন, “আমার ছেলে (১৪ নভেম্বর-২০২৪) এ দুনিয়া ছেড়ে চলে যায়। বাবা, দেশে স্বৈরাচার যেন আর ফেরত না আসে, যেন আর কোনো মায়ের বুক খালি না হয়। ছাত্রশিবির যেন আল্লাহ কবুল করেন।”

পরে ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম বেনাপোলে গিয়ে ২০১৬ সালের ৪ আগস্ট ভূমি অফিসের সামনে থেকে গুম হওয়া বেনাপোল থানা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক রেজোয়ান আহমদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। রেজোয়ানের পিতা বলেন, “নুর আলম নামের একজন এসআই আমার ছেলেকে তুলে নিয়ে গুম করেছে। এখনো কোনো খোঁজ নেই। ছেলের কথা মনে পড়লে সেন্সলেস হয়ে যাই। কবে ফিরবে আমার ছেলে?”

এ কথা শুনে আবেগে আপ্লুত হয়ে যান ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম। তিনি কাঁদতে কাঁদতে রেজোয়ানের বাবাকে সান্ত্বনা দেন এবং পরিবারের জন্য বিশেষ দোয়া করেন।

সফরসঙ্গী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও যশোর অঞ্চল পরিচালক গোলাম জাকারিয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আহমদ ইব্রাহিম সামীম, যশোর জেলা পূর্ব শাখার সভাপতি মোল্লা মোহাঃ আশিকুর রহমান, পশ্চিম শাখার সভাপতি ইসমাইল হোসেন, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শহর সেক্রেটারি উবাইদুল্লাহ, পূর্ব জেলার মিনারুল ইসলাম, পশ্চিম জেলার খালিদ ইবনে খলিলসহ জেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীলরা।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল থানা আমীর রেজাউল ইসলাম, সিটি কলেজ সভাপতি আরাফাত হোসেন, বেনাপোল থানা সভাপতি মাহাদী হাসান, সেক্রেটারি আশরাফুল ইসলাম রনি, শার্শা উপজেলা সভাপতি হাদিউজ্জামান জুয়েলসহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত