Thursday, 07 August, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরমে, ব্যাহত চিকিৎসা সেবা

ইয়াছিন চৌধুরী, নাসির নগর:

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার হাওরবেষ্টিত নাসিরনগর উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। হাসপাতালে ২১টি চিকিৎসক পদের মধ্যে ১৭টি পদই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। যার ফলে প্রতিদিন শত শত রোগী প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গাইনি, সার্জারি, শিশু, চর্ম ও যৌন, অর্থপেডিক্স, মেডিসিন ও এনেসথেসিয়া বিভাগের গুরুত্বপূর্ণ পদসহ ১৭টি পদ শূন্য। ফলে মাত্র ৪ জন চিকিৎসক দিয়ে চালানো হচ্ছে পুরো হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। এছাড়া ১০টি কনসালটেন্ট পদের বিপরীতে রয়েছেন মাত্র একজন।

নার্স সংকটও রয়েছে ভয়াবহ। ৩০ টি পদের মধ্যে ১৯ জন কর্মরত থাকলেও এর মধ্যে পাঁচজন প্রেষণে, দু’জন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। তাছাড়া সেকমো (চিকিৎসকদের সহকারী) ১৫টি পদের বিপরীতে রয়েছেন মাত্র তিনজন। রেডিওলজিস্ট না থাকায় এক্স-রে মেশিন থাকলেও সেটি অচল হয়ে পড়ে আছে। একইভাবে, মেডিকেল টেকনোলজিস্টের অভাবে অন্যান্য আধুনিক যন্ত্রপাতিও ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

 দেখা যায় প্রতিদিন বর্হিবিভাগে চিকিৎসকের কক্ষের সামনে লম্বা লাইন পড়ে। গড়ে প্রতিদিন প্রায় ৫০০ রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। তবে চিকিৎসক সংকটে সেবা দিতে হিমশিম খাচ্ছেন দায়িত্বরতরা
 
এ বিষয়ে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. মকবুল হোসেন মুকুল জানান ডাক্তারের তিব্র সংকট থাকায় আমরা রুগীদের চিকিৎসা দিতে হিমসিম খেতে হচ্ছে 

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এমন সংকট চললেও স্থায়ী সমাধান হচ্ছে না। অবিলম্বে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে হাওরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ হাসপাতালের চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত