Thursday, 07 August, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

শার্শার বাগআঁচড়ায় বিএনপির জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত

তরিকুল ইসলাম, বেনাপোল:

প্রকাশিত: / বার পড়া হয়েছে


জরুরি সভার ছবি

যশোরের শার্শায় বিএনপির জরুরী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 রোববার (২০ জুলাই) বিকেলে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাগআঁচড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

 বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি  আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সাবেক দপ্তর ‍সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিঃ যুগ্ম-সাধারণ সম্পাদক-মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক-১ আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক(২) সালাউদ্দিন আহমেদ 

এসময় কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, মোহাম্মদ আলী, যুগ্ম-সাধারন সম্পাদক তাজউদ্দীন, কুদ্দুস আলী বিশ্বাস, প্রভাষক মামুনুর রশিদ, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুলহক ইমদাদ, যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান,সিনিয়র যুগ্ম আহ্ধসঢ়;বায়ক মোইমিনুল সাগরসহ বাগআঁচড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন- গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের ভবিষ্যৎ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। আগামী সংসদ নির্বাচন অতি সন্নিকটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনতে হলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করতে হবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত