Thursday, 07 August, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

হরতালের প্রতিবাদে জাজিরার কাজীরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল

জাজিরা প্রতিনিধি,

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- প্রতিনিধি

নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের প্রতিবাদে জাজিরা উপজেলার কাজীর হাটে  বিক্ষোভ মিছিল করেছে জাজিরা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (১৯ জুলাই ২০২৫) রাত ৯ টায় হরতালবিরোধী বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া দেয়া হয়। 

এসময় বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী সরকার ছাত্র-জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালালেও তার দোসররা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আওয়ামী লীগ ফেসবুক পেজ থেকে সারা দেশে হরতালের ঘোষণা দেয়।

তাই মহাসড়কে চলাচলকারী যাত্রী সাধারণ এবং ব্যবসায়ীদের দোকানপাটের নিরাপত্তাসহ সাধারণ মানুষের জানমাল রক্ষায় আমরা মাঠে  থাকবো।

এসময় জাজিরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম টিটু বলেন, আওয়ামী লীগের  দোসরদের যেখানেই পাব সেখানেই গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হবে। তাদের কোনোভাবেই দেশের মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। বিভিন্ন মোড়ে মোড়ে আমাদের নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে প্রতিহত করতে শক্ত অবস্থানে রয়েছে।। 

এ সময় উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সুরুজ মাদবর, যুগ্ম আহবায়ক সিকদার মাহমুদ শাহীন, যুগ্ম আহবায়ক রুবেল আকন্দ, জাজিরা পৌরসভা সাধারণ সম্পাদক কেএম কামরুজ্জামান মিলন, বিএনপি নেতা মাস্টার কাজী মোস্তফা, রফিক ফরাজি সহ বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত