প্রকাশিত: / বার পড়া হয়েছে
সমৃদ্ধি সংবাদ পরিবেশনে বিশেষ অবদান রাখায় দৈনিক নিরপেক্ষ পত্রিকার ব্যুরো চীফ মো. জামাল মল্লিক'কে সমৃদ্ধি কর্মসূচির ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও নড়িয়া উন্নয়ন সমিতি নুসা, মো. জামাল মল্লিক'কে এই সম্মাননা প্রদান করেন।
এছাড়াও সমৃদ্ধি কর্মসূচির আওতায় যুব নারী সম্মাননা দেওয়া হয় ৫জনকে, যুব পুরুষ সম্মাননা দেওয়া হয় ৫জনকে, ক্রেস্ট সম্মাননা দেওয়া হয় ৫জনকে, শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা দেওয়া হয় ২জনকে, শ্রেষ্ঠ সন্তান সম্মাননা দেওয়া হয় ২জনকে।
সম্মাননা প্রাপ্ত সাংবাদিক মোহাম্মদ জামাল মল্লিক বলেন, আমাকে সম্মাননা দেওয়ায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও নড়িয়া উন্নয়ন সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রত্যেক মানুষের কাছেই সম্মাননা পাওয়া আনন্দের। এই সম্মাননা আমার দায়িত্ববোধ বেড়ে গেলো৷ আম সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এজন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।