Sunday, 20 July, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

নাসিরনগরে শহীদ ইমরানের স্মরণে বৃক্ষরোপণ

ইয়াছিন চৌধুরী, নাসির নগর:

প্রকাশিত: / বার পড়া হয়েছে


বৃক্ষরোপণের ছবি

ঐতিহাসিক জুলাই আন্দোলনের শহীদ হাফেজ ইমরানের স্মৃতিকে চির অমলিন রাখতে নাসিরনগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। (১৯ জুলাই) শনিবার বেলা ১১টা ৩০ মিনিটে শ্রীঘর এস.ই.এস.ডি.পি মডেল হাই স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল চৌধুরী, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমরান মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়া, এনসিপির আহ্বায়ক হাফিজ মিয়া, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব খাইরুল বাসার রনি, মো. শাহাজান চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, “শহীদ ইমরানের আত্মত্যাগ নাসিরনগরের ইতিহাসে গর্বের অংশ। তার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এ ধরনের উদ্যোগ যুগান্তকারী।”

Share

আরো খবর


সর্বাধিক পঠিত