Sunday, 20 July, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাপসহ পালাল চাঁদাবাজি মামলার আসামি

ইয়াছিন চৌধুরী, নাসির নগর:

প্রকাশিত: / বার পড়া হয়েছে


পলাতক আসামির ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ পালিয়েছে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার আসামি মাসুক মিয়া (৪০)। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যা ৬টার দিকে নাসিরনগর থানার এসআই কামালের নেতৃত্বে পুলিশের একটি দল মাসুক মিয়াকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালায়। তাকে গ্রেপ্তারের পরপরই মাসুকের স্বজন ও সহযোগীরা পুলিশকে ঘিরে ফেলে এবং হামলা চালায়। একপর্যায়ে মাসুক মিয়া পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে যায়।

স্বজনদের হামলায় এসআই কামালসহ অন্তত তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, মাসুক মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি মামলার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা মামলারও অভিযোগ রয়েছে। ওই মামলায় তিনি ৯৭ নম্বর আসামি।

এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, “আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা হয়। এতে কয়েকজন সদস্য আহত হয়েছেন এবং আসামি পালিয়ে গেছে।” হ্যান্ডকাপ নিয়ে পালানোর বিষয়টি জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত