Thursday, 07 August, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

শার্শার আওয়ামী লীগের ১১ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ

তরিকুল ইসলাম, বেনাপোল:

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- প্রতিনিধি

যশোরের শার্শায় নাশকতা মামলায় উপজেলার আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। 

সোমবার (৭জুলাই) তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান।

আত্মসমর্পণকারী নেতাকর্মীরা হলেন, শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের আব্দুল আজিজের ছেলে কালাম হোসেন ও আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম, দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইয়ানুর রহমান ও আব্দুল মতিন, একই গ্রামের আরাফাতের ছেলে শাহীন মেম্বার, জাফর, মৃত আফসারের ছেলে আইজুল, মহসিনের ছেলে স্বপন, সুবর্ণখালী গ্রামের আইজেল মোড়লের ছেলে শামসুর রহমান,  এবং উত্তর বুরুজবাগান গ্রামের মৃত আঃ অহেদের ছেলে মুরাদ হোসেন।

যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম শারীরিক পরিস্থিতি বিবেচনায় আসামি সাইফুল ইসলামের জামিন মঞ্জুর করেন এবং অপর ১০ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি নুর আলম পান্নু।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৪ ডিসেম্বর রাত ১০টার পর বুরুজবাগান ইউনিয়ন ভূমি অফিসের সামনে ১৬ ডিসেম্বর  আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী একত্রিত হন।  ওই সময় তারা নাশকতার পরিকল্পনা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী প্রতিহত করতে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এ সময় সাকিব নামের একজনকে স্থানীয়রা আটক করে। ঘটনার পর দক্ষিণ বুরুজবাগান গ্রামের সাজেদুর রহমান সাজু বাদী হয়ে শার্শা থানায় ৯৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য ও নাশকতা আইনে মামলা  করেন। মামলায় সাবে ক এমপি শেখ আফিল উদ্দিনকেও আসামি করা হয়। আত্মসমর্পণকারী ১১ জনই ওই মামলার এজাহারভুক্ত আসামি। তারা দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার আদালতে আত্মসমর্পণ করেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত