Thursday, 17 July, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

বোরকা নিষিদ্ধ করল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

কাজাখস্তানে প্রকাশ্যে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করা হয়েছে। দেশটির পার্লামেন্ট এই নতুন আইন পাস করেছে। এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভের কাছে পাঠানো হয়েছে।

এর আগে উজবেকিস্তান ও কিরগিজস্তান একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এসব দেশে মৌলবাদ ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কাজাখস্তানে জনসংখ্যার ৭০ শতাংশ মুসলিম। সরকার বলছে, নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ মুখ ঢেকে রাখলে কাউকে চেনা কঠিন হয়, যা আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যা তৈরি করে। 

এছাড়া, তারা চায় দেশের ধর্মনিরপেক্ষ সংস্কৃতি বজায় রাখতে। তবে এই নিষেধাজ্ঞার কিছু ব্যতিক্রম আছে। যেমন- চিকিৎসার কারণে, ঠান্ডা আবহাওয়ায়, চাকরির প্রয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান বা জরুরি সেবার কাজে মুখ ঢেকে রাখা যাবে।

অতীতেও কাজাখস্তানে ধর্মীয় পোশাক নিষিদ্ধ করা হয়েছিল। ২০১৭ সালে স্কুলছাত্রীদের হিজাব পরা বন্ধ করা হয়, পরে ২০২৩ সালে শিক্ষকরাও এর আওতায় আসে।

কাজাখস্তানের রাষ্ট্রপতি তোকায়েভ নিজে মুসলমান হলেও তিনি মনে করেন, দেশের নীতি-নির্ধারণে ধর্মের প্রভাব থাকা উচিত নয়। তিনি বলেছেন, নিকাব হলো মৌলবাদীদের চাপিয়ে দেওয়া পোশাক, যা কাজাখ সংস্কৃতির সঙ্গে যায় না।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত