Thursday, 07 August, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ফ্যাসিবাদী সরকার পালিয়েছে ভবিষ্যতেও কেউ রেহাই পাবে না- জামায়াত নেতা আবদুল হাকিম

মোঃআব্দুস সবুর

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জামায়াত-শিবিরকে নিশ্চিহ্ন করতে মামলা, হামলা, খুন, গুম থেকে শুরু করে ফাঁসির মতো ঘটনাও ঘটিয়েছে। দলের রেজিস্ট্রেশন বাতিল করেছে, প্রতীক বাতিল করেছে। কিন্তু ইসলামি আন্দোলন থামেনি, থামবেও না।

২৪শে ৫ আগস্ট ওই ফ্যাসিস্ট সরকার শুধু পদত্যাগ করেনি—দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। যারা জাতির ওপর জুলুম করে, তাদের পরিণতি এভাবেই হয়ে থাকে। যদি ভবিষ্যতেও কেউ এমন চিন্তা করে, তাদের পরিণতিও একই হবে।”

শনিবার (৫ জুলাই) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির এবং ঠাকুরগাঁও-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম।

তিনি আরও বলেন, “আমরা এতদিন ভোট করেছি ময়মুরুব্বিদের দিয়ে, যুবকদের গুরুত্ব দিইনি। এবার জীবন দিয়ে হলেও ভোট কেন্দ্রে অনিয়ম হতে দেবে না তারা। ইনশাআল্লাহ ঠাকুরগাঁও-২ আসনে আমরা বিজয় অর্জন করব। দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর, কিন্তু মানুষের মুক্তি আসেনি। কল্যাণ আসবে আল্লাহর আইনের মাধ্যমে। 

বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের ইসলামীর যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান আলোচক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঠাকুরগাঁও -১ আসনের জামায়াত মনোনীত  এমপি প্রার্থী মো.দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের ইসলামীর এ্যাসিসটেন্ট  সেক্রেটারী অধ্যক্ষ কফিল উদ্দীন, জেলা যুব বিভাগের সভাপতি ও সাবেক ছাত্র নেতা অধ্যক্ষ শাহজালাল জুয়েল, জেলা শহর শাখার ছাত্রশিবিরের সভাপতি আমজাদ হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

এসময় বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত