Thursday, 07 August, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

দুই শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী গ্রেফতার

মোঃ ছাবেদুল সরকার, পাবনা জেলা প্রতিনিধি।

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলায় চাঞ্চল্যকর দুই শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামী মোঃ রনি (৪০) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২, সিপিসি-২, পাবনা।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ১ জুলাই ২০২৫ বিকেলে সাঁথিয়ার কাশিনাথপুর এলাকায় ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। একই এলাকার মুদি দোকানদার রনি (পিতা-মৃত আব্দুল মজিদ) দোকানে খাঁজা কিনতে আসা ৪ ও ৫ বছর বয়সী দুই শিশুকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে শিশুরা বিষয়টি পরিবারকে জানালে, পরিবারের পক্ষ থেকে সাঁথিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করা হয় (মামলা নং-০১, তারিখ-০২ জুলাই ২০২৫)।

অভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে, ৩ জুলাই ২০২৫ তারিখ রাত ১০টা ৫ মিনিটে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র‍্যাব-১২ এর একটি দল সাঁথিয়া থানাধীন দ্বারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী রনিকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে সাঁথিয়া থানায় হস্তান্তর করা হচ্ছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত