প্রকাশিত: / বার পড়া হয়েছে
পাবনার সাঁথিয়া উপজেলায় চাঞ্চল্যকর দুই শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামী মোঃ রনি (৪০) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিসি-২, পাবনা।
র্যাব সূত্রে জানা গেছে, গত ১ জুলাই ২০২৫ বিকেলে সাঁথিয়ার কাশিনাথপুর এলাকায় ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। একই এলাকার মুদি দোকানদার রনি (পিতা-মৃত আব্দুল মজিদ) দোকানে খাঁজা কিনতে আসা ৪ ও ৫ বছর বয়সী দুই শিশুকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে শিশুরা বিষয়টি পরিবারকে জানালে, পরিবারের পক্ষ থেকে সাঁথিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করা হয় (মামলা নং-০১, তারিখ-০২ জুলাই ২০২৫)।
অভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে, ৩ জুলাই ২০২৫ তারিখ রাত ১০টা ৫ মিনিটে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র্যাব-১২ এর একটি দল সাঁথিয়া থানাধীন দ্বারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী রনিকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে সাঁথিয়া থানায় হস্তান্তর করা হচ্ছে।