Thursday, 07 August, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

হাজারো মজলুমের চোখের পানিতে জালিমের পতন হয়েছে: ডা: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, বিগত সাড়ে ষোল বছরে জামায়াতে ইসলামীর  উপর যত জুলুম নির্যাতন হয়েছে। তা দেশের অন্য কোন রাজনৈতিক দলকে ভোগ করতে হয়নি। জামায়াতে ইসলামীর উপর জুলুমের ইতিহাস অনেক দীর্ঘ। সারাদেশে আমাদের ১১ জন কেন্দ্রীয় নেতাকে হত্যা করা হয়েছে।  অসংখ্য নেতা কর্মীকে আহত করা হয়েছে। জামায়াত নেতৃবৃন্দ কে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে।  মতলবি অভিযোগের মাধ্যমে বিচার বিভাগকে ধ্বংস  করা হয়েছে। বিচার প্রক্রিয়াকে খুন করার মাধ্যমে বহু আলেমকে দুনিয়ায় থেকে সরিয়ে দেয়া হয়েছে। জামায়াত নেতৃবৃন্দ কে ফাঁসির রায়ের পর ঘর তছনছ করা হয়েছে। ফাঁসির পর তাদের জানাযায় যেতে দেয়া হয়নি।  আমাদের সারাদেশের অফিস গুলো ভাঙচুর করে বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের দলীয় প্রতীক কেড়ে নেয়া হয়েছে। সর্বশেষ আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। সবশেষে হাজারো মজলুমের চোখের পানিতে জালিমের পতন হয়েছে। 

তিনি শনিবার (৫ জুলাই) বিকেলে ফেনীর কিং অব ফেনী কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এখনো রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রতিষ্ঠিত হয়নি। মৌলিক সংস্কার করে নির্বাচন দিতে হবে। এ জন্য সকল দলকে ঐক্যে মতে আসতে হবে। অতীত জঞ্জাল পরিষ্কার না করে নির্বাচন দিলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। ফ্যাসিস্ট আমলের মত কোন নির্বাচন এ দেশে আর হতে দেয়া হবেনা। আমাদের সন্তানদের রক্তের সাথে বেইমানি করতে দেয়া হবেনা। তাদের রক্তের মুল্য দেয়া হবে। দেশে আর কোন ইলেকশ ইঞ্জিনিয়ারিং করতে দেয়া হবেনা। ফ্যাসিবাদের শেষ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। এ জন্য সবাইকে যার যার জায়গায় থেকে এগিয়ে আসতে হবে। এখন দেশে ভালো মানুষের হাতে দেশের ক্ষমতা আসুক আমরা তা চাই। আমরা ক্ষমতায় আসতে চাইনা। আমরা ইনসাফের বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই। দেশে সমস্ত অপকালচারের মৃত্যু চাই। বিগত সরকার বিদেশে প্রচুর অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। যা ছিল দেশের সবার সম্পদ। বালিশ কান্ডের মত দূর্নীতির চিত্র জনগণ দেখেছে। উন্নয়নের বাঁশ বের হয়ে গিয়েছিলো। তা আবার ফিরিয়ে আসুক আমরা তা হতে দিতে পারিনা।

তিনি আরো বলেন , যুবকদের হাতেই জাহিলিয়াতের পতন হয়েছে। যুবকরাই পরিবর্তনের শক্তি। আবু সাঈদ নিজের জীবন দিয়ে দেশের মানুষ কে জীবন ফিরিয়ে দিয়েছে। তাদের কাছে আমরা চিরদিন ঋণী। তারা না  হলে দেশ কতদিন অন্ধকারে থাকত কেউ জানেনা।  

তিনি পুলিশের উদ্দ্যেশে বলেন, জনগণের পুলিশ হতে হবে, দলের নয়। তখন আমরা আপনাদের পাশে থাকবো। আপনারা দুষ্ট কে দমন করবেন। পুলিশ কে পুরানো অভিযোগ থেকে বের হয়ে আসতে হবে। আর কোন ফ্যাসিবাদ জমিনে থাকতে পারবে না। ৫ তারিখের পর জালিম তন্ত্রের অবসান হয়েছে। রাখে আল্লাহ মারে কে, ধরে আল্লাহ ছাড়ে কে?

তিনি আরো বলেন, পৃথিবীর কোন দেশে শান্তি নেই, সর্বত্র অশান্তি বিরাজমান। আমরা গরিব দেশের নাগরিক। আমাদের প্রাকৃতিক সম্পদ থাকা সত্বে আমরা মাথা তুলে দাঁড়াতে পারছি না। কারন আমাদের সততার সম্পদের অভাব রয়েছে। খোদা প্রেমিক, যোগ্য,ন্যায়বান ও আর্দশিক নেতৃত্ব থাকলে দেশ উন্নত হবে। এ জন্য দেশকে সব কিছু দিয়ে ভালোবাসতে হবে। আল্লাহর ভয় যার কাছে থাকবে তিনিই দেশকে সর্বোচ্চ সেবা দিতে পারবেন।

জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপত্বিতে ও সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় এতে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের,জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মোহাম্মদ মাছুম, জামায়াতের সাবেক আমির একেএম শামসুদ্দিন, জেলা জামায়াতের  নায়েবে আমির অধ্যাপক আবু ইউছুফ,  মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ডা: ফখরুদ্দিন মানিক, মাহমুদুল হক,এসএম কামাল উদ্দিন সহ জেলা,পৌর ও উপজেলা  জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং শিক্ষক,সাংবাদিক, ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন স্তরের সুধীজন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত