Thursday, 17 July, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে  আটক ৩

তরিকুল ইসলাম বেনাপোল

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - প্রতিনিধি

যশোরের শার্শায় পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত থেকে  বৃহস্পতিবার (৩জুলাই ) সকাল পর্যন্ত পৃথক অভিযানে তাদেরকে আটক করে শার্শা থানা পুলিশ।

আটকৃতরা হলো,১) মোহাম্মদ আলী (৭৬), পিতা-মোঃ আজম আলী মন্ডল, মাতা-আছিয়া খাতুন, সাং-বড় বসন্তপুর, থানা-শার্শা, জেলা-যশোর, জিআর-৯৬/২৩ এর পরোয়ানাভুক্ত আসামী ২) হামজের আলী সরদার, পিতা-রুহুল আমিন সরদার, সাং-পাঁচভূলট, থানা-শার্শা, জেলা-যশোর, জিআর-৩৩৩/১৮ এর পরোয়ানাভুক্ত আসামী ৩) মোঃ নাইম হোসেন (২২), পিতা-মাওলানা রফিকুল ইসলাম, সাং-আমলাই, থানা-শার্শা, জেলা-যশোর

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত