প্রকাশিত: / বার পড়া হয়েছে
যশোরের শার্শায় পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার (৩জুলাই ) সকাল পর্যন্ত পৃথক অভিযানে তাদেরকে আটক করে শার্শা থানা পুলিশ।
আটকৃতরা হলো,১) মোহাম্মদ আলী (৭৬), পিতা-মোঃ আজম আলী মন্ডল, মাতা-আছিয়া খাতুন, সাং-বড় বসন্তপুর, থানা-শার্শা, জেলা-যশোর, জিআর-৯৬/২৩ এর পরোয়ানাভুক্ত আসামী ২) হামজের আলী সরদার, পিতা-রুহুল আমিন সরদার, সাং-পাঁচভূলট, থানা-শার্শা, জেলা-যশোর, জিআর-৩৩৩/১৮ এর পরোয়ানাভুক্ত আসামী ৩) মোঃ নাইম হোসেন (২২), পিতা-মাওলানা রফিকুল ইসলাম, সাং-আমলাই, থানা-শার্শা, জেলা-যশোর
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।