প্রকাশিত: / বার পড়া হয়েছে
বাংলাদেশ জামাতে ইসলামী শার্শা উপজেলার উদ্যোগে দোয়া অনুষ্ঠান পালিত হয়, জুলাই - আগস্টে শহীদ ,আহতও পঙ্গুত্ব বরনকারীদের জন্য।
আজ ১ লা জুলাই রোজ মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার সময় নাভারন দারুল আমান ট্রাস্টে দোয়ার অনুষ্ঠান পালিত হয়।
উক্ত দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করিম সহকারী সেক্রেটারি যশোর জেলা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ফারুক হাসান আমির শার্শা উপজেলা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সেক্রেটারি শার্শা উপজেলা, সভাপতিত্ব করেন হযরত মাওলানা ইয়াহিয়া ১০ নম্বর শার্শা ইউনিয়ন আমির উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামাতে ইসলামী শার্শা উপজেলার আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা জুলাই বিপ্লবের গুরুত্ব এবং যারা জুলাই আগস্টে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত এবং যারা অসুস্থ ও পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুস্থতা কামনা করেন।
জুলাই বিপ্লবের মূল উদ্দেশ্য কি ছিল এবং যারা শহীদ হয়েছে পঙ্গুত্ববরণ করেছে এবং আহত হয়ে আছে তাদের এই ত্যাগকে আগামী বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে বলে সবাই প্রত্যাশা করেন।