Thursday, 07 August, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


বিপিজেএফ এর লোগো

আগামী ২০ রমজানের মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও ঈদ বোনাস এবং বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।

শনিবার (১৫ মার্চ) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারন সম্পাদক মো. রোমান আকন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ আহ্বান জানান।

যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের মতো আনন্দদায়ক একটি উৎসব উদযাপনের জন্য মালিকপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধ করবেন, এমনটাই আমরা প্রত্যাশা করি। অতএব, ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের বেতন ভাতা ও ঈদ বোনাস অবশ্যই পরিশোধ করতে হবে। আর এই বিষয়টি সঠিকভাবে তদারকির জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রতি আহবান জানান তারা।

 

বার্তা প্রেরক

রেজায়ে রাব্বি রেজা

দপ্তর সম্পাদক

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি
মোবাইল: ০১৭৭-৭৮৬১১৪১

Share

আরো খবর


সর্বাধিক পঠিত