Sunday, 20 July, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

মনোহরদীতে চাঁদাবাজীকালে ছাত্রদল নেতা ভুয়া সমন্বয়ক জব্বারকে গণধোলাই ও জুতাপেটা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের আসাদনগর এলাকায় ভুয়া সমন্বয়ক পরিচয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে স্থানীয় জনতার হাতে গণধোলাইয় ও জুতাপেটা শিকার হয়েছেন আব্দুল জব্বার নামে এক যুবক। তিনি মনোহরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা বলে জানা গেছে। রবিবার (৬ জুলাই) উপজেলার দুপুরে আসাদনগরের একটি নির্মাণাধীন ভবনে গিয়ে নিজেকে‘উপজেলা সমন্বয়ক' পরিচয় দিয়ে ভবনের মালিকের কাছ থেকে ১লাখ টাকা চাঁদা দাবি করেন আব্দুল জব্বার। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিলে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে। ঘটনার পরপরই গণধোলাইয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

এলাকাবাসীর অভিযোগ, আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে মনোহরদী উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং নিয়ে ভুয়া সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করে আসছিলেন। জুলাই বিপ্লবের পর তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। উপজেলা প্রশাসন, থানা, হাসপাতালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদেরও ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ভোক্তভোগীদের অভিযোগ, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সবসময় জাব্বারের নেতৃত্বে একটি গ্যাং অবস্থান করে যারা রোগী এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিতে গেলে চাঁদা দাবি করে। সম্প্রতি জাব্বারের চাঁদাবাজি, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও লেখালেখি করলে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতির ওপর অতর্কিত হামলা চালায় জাব্বার ও তার সাঙ্গপাঙ্গরা।

স্থানীয়রা আরও জানান, জব্বার সরদার সাখাওয়াত হোসেন বকুলের নাম ভাঙিয়ে মনোহরদীতে একটি ভয়ভী তির পরিবেশ তৈরি করেছেন এবং চাঁদাবাজির স্বর্গ গড়ে তুলেছেন।

এ ব্যাপারে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত