Thursday, 17 July, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ঝিকরগাছার নবীন নগরে মহাসড়কে ঝরে গেল আরো একটি তাজা প্রাণ

তরিকুল ইসলাম, বেনাপোল:

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- প্রতিনিধি

যশোরের ঝিকরগাছার নবীনগরে সড়ক দুর্ঘটনায় আবারও ঝরে গেল একটি তাজা প্রাণ। হেলমেট না পরার অবহেলা আর ওভারটেকিংয়ের ঝুঁকি—এই দুইয়ের মর্মান্তিক পরিণতি হলো এক যুবকের মৃত্যু।

শুক্রবার দুপুরে (১টার) সময় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,  শিহাব সিকদার (২৫) ও আব্দুর রহিম (৩২) মোটরসাইকেল  দ্রুতগতিতে সামনে থাকা যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পতিত হন। ঘটনাস্থলেই শিহাব সিকদারের মৃত্যু ঘটে।সে নড়াইল শহরের জিল্লু শিকদারের ছেলে ।

বেদনাদায়ক বিষয় হলো—তার সঙ্গে হেলমেট ছিল, কিন্তু সেটি ছিল মোটরসাইকেলের সিটে রাখা; মাথায় পরা ছিল না।এই ঘটনা যেন প্রতিদিনকার একটি পরিচিত ট্র্যাজেডি, যেখানে শুধু রাস্তার দায় নয়—প্রশ্নবিদ্ধ হয় আমাদের মানসিকতা।আইন আছে, হেলমেটও আছে—কিন্তু আমরা নিজের জীবনের প্রতিও যেমন উদাসীন, তেমনি ট্রাফিক নিয়ম মেনে চলার প্রতিও শ্রদ্ধাহীন।

একটি হেলমেটের দাম হয়তো কয়েক হাজার টাকা, কিন্তু সেটি মাথায় না থাকলে তার বিনিময়ে দিতে হয় একটি অমূল্য জীবন।

এই যুবকের মৃত্যু যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়—আইন কাগজে থাকলে জীবন রক্ষা পায় না, প্রয়োজন আচরণে পরিবর্তন।
প্রশ্ন উঠছে—এটা কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি এটি একটি সামাজিক ব্যর্থতার প্রতিচ্ছবি? কেন আমরা বারবার ভুল করি, কেন ভুল থেকে শিক্ষা নিই না?

প্রতিদিন এমন মৃত্যু ঘটছে, আমরা সংবাদ পড়ে দুঃখ প্রকাশ করি, কিন্তু কিছুক্ষণ পর ভুলে যাই।
এখন সময় এসেছে জ াতীয় সচেতনতা গড়ে তোলার। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, প্রশাসন—সবার সম্মিলিত উদ্যোগ দরকার, যেন প্রতিটি কণ্ঠ এক সুরে উচ্চারণ করে:
“নিয়ম মানুন, জীবন বাঁচান।”আর না! আর কোনো মা যেন সন্তান হারানোর খবর না পান। আর কোনো হেলমেট যেন বাইকের সিটে পড়ে না থাকে—থাকুক মাথায়, বাঁচাক জীবন।

নাভারন হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি)রোকনুজ্জামান দৈনিক যশোর বার্তাকে জানান, মহাসড়কে দূর্ঘটনার কবলে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত শিহাব সিকদার (২৫)কে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, ঘটনার সাথে জড়িত কাভার্ড ভ্যানের চালক পালিয়েগেছে, আটক করা হয়েছে কাভার্ড ভ্যান। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে (৯৮/১০৫) মামলা গ্রহণ করা হয়েছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত