প্রকাশিত: / বার পড়া হয়েছে
দাগনভূঁঞা উপজেলায় উঠান বৈঠক ,গণসংযোগ এবং পথসভায় ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেন "সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য সরকার এবং প্রশাসনকে নিরপেক্ষতার প্রমান দিতে হবে। কোন পক্ষপাত মূলক আচরন মেনে নেওয়া হবে না।
বুধবার (৯ জুলাই) দাগনভূঁঞা উপজেলার ৭ নং মাতুভূঁঞা ইউনিয়নের ফাজিলের ঘাট ও মাতুভূঁঞা বাজারে গণসংযোগ করেন ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এবং জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডা: মো: ফখরুদ্দিন মানিক।
এতে আরো উপস্থিত ছিলেন, দাগনভূঞা উপজেলা জামায়াতের সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী,৭ নং মাতুভূঞা ইউনিয়ন আমীর মাও নুরুল আমীন, ইউনিয়ন সেক্রেটারী মাও আব্দুল হালিমসহ জামায়াত এবং শিবির নেতৃবৃন্দ।
জনসংযোগ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ৭ নং মাতুভূঁঞা ইউনিয়নে করিম উল্লাহ উচ্চ বিদ্যালয় এবং মোমারিজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।